মন যদি জোয়ারে ভাসে
যাও ভেসে যাও সেই জোয়ারে
মনে যদি ফাগুন আসে
আগুন জ্বালাও সেই ফাগুনে।
রক্তে যদি ঝড়ের নাচন
মাদল বাজাও সেই নাচনে।
মনে যদি ভয়ের কাঁপন
ভয়কে নাচাও সেই কাঁপনে।
ওড়ে যদি স্বপ্ন চোখে
ছুটে চল স্বপ্নলোকে।
জীবন যদি পিছু ডাকে
তাড়া কর জীবনটাকে।
অন্তরে যার ছবির ছায়া
এঁকে ফেল ছবিটাকে।
জীবন যখন ভাটার টানে
সাঁতরে চল উজান পানে।
মন যাকে চায় পেতে তাকে
হাল ছেড়োনা কঠিন বাঁকে,
স্বপ্ন শুধু দেখারই  নয়
পুরে ফেলো মুঠোয় তাকে।


১৮ আগষ্ট, ২০১৭।