দিলে মোটে এক ফোঁটা জল
তৃষ্ণা কি আর মেটে তাতে?
তুমি আছ অতল জলে
আমি মরি পিপাসাতে!


দিলে যদি একটু মায়া
আলোর নাচন আমার মনে,
তুমি থাক জনারণ্যে
আমি আছি নির্বাসনে!


দিলে যদি একটু আলো
মরিচীকায় আঁধার কাটে?
তোমার ভূবন আলোয় ভরা,
অস্ত নামে আমার ঘাটে!


দিলে যদি একটু শিশির
সিক্ত কি হয় তপ্ত খরা?
তুমি থাক গহীন বনে,
স্বপ্ন যেন রও অধরা!


১৬ জুন, ২০১৭।