ঠোঁটের ওপর বিন্দু ঘাম
দৃষ্টি যেন অতল জল
মাতাল করা সুখের হাওয়া
নদীর স্রোতে ভেসে যাওয়া।
উথাল পাথাল ঢেউয়ের তোড়ে
ভাসি আর ডুবি, ডুবি আর ভাসি।
দ্বীপ থেকে দ্বীপান্তরে
বন থেকে বনান্তরে,
ছূটে চলি মাতাল হয়ে
গহীন আরো বনের ভিতর,
পাহাড় চূড়োর সম্মোহনে
উঠি আর নামি, নামি আর উঠি।