তুমি চাও অপার রোদ্দুর, ছায়া ঘনায় বহুদুর!
দিন হারায় দিনান্তে, সন্ধ্যা নামে মেঘমেদুর।


তুমি চাও শান্ত এক নদী, ঢেউ নেই যার, নেই ভাঙণ,
বেনোজলে যায় ভেসে পার্থিব মায়ার শাসন।


তুমি চাও স্বপ্ন ঝরুক, খুব জ্যোছনার আলোতে,
অন্তর্দাহ রাত হারায় নিরন্তর কালের স্রোতে।


তুমি চাও ফুল ছড়ানো পথের চির হরিৎ দ্বীপ,
ধূসর বালুচর লোনাজলের স্রোতে হয় নির্জীব।