ধানগাছ
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক


এ দেশের উপযোগী আবহাওয়া মাটিতে
বাম্পার ফলে ধান মুঠিমুঠি আঁটিতে।
অবারিত মাঠ জুড়ে চারাধান রূইছে
সবুজের ভেলা যেন বাতাসেতে বইছে।
আঁটিআঁটি ফলে ধান শিকড়ের গুচ্ছে
সবুজের ধরে বেশ পাতাময় পুচ্ছে।
মাটি থেকে শুষে জল শিকড়ের সঙ্গে
ধীরে ধীরে জমা হয় পাতাময় অঙ্গে।
বায়ুজল রসায়নে আলো আর বর্ণে
খাবারের কারখানা সবুজাভ পর্ণে।
খাদ্যের সাথে আর প্রাণবায়ু দিয়ে হায়
অবদান রেখে যায় জীবনের চাবিটায়।


জাতিভেদে ফলে ধান নানারঙ বাহারি
স্বাদেঘ্রাণে আকারেতে সরু মোটা মাঝারি।
কিছু ধান ফলে ভালো জলাভূমি নালাতে
আর কিছু চত্তরে উঁচুভূমি খানাতে।
পাকাধানে মাঠজুড়ে পীতের সমাহার
কৃষকের ঘরে আনে শ্রমের উপহার।
কোলাহল হলাহল ধানকাটাকর্মে
সারাদেশ নেচে ওঠে আনন্দমর্মে।
ঢাকা, ১৫/০১/২০১৯