ঝর্ণা
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
ছন্দ-মাত্রাবৃত্ত- ৪+৪+৪+৩


অর্কের তাপহারী হিমস্রুত অর্ণা,
শৈলের চূড়চ্যুত সুহাসিনী শোভিতা
গিরিতল বিহারিণী নদীপ্রেমে মোহিতা।
ঝরঝর অপরূপা নির্ঝর ঝর্ণা।


টলটল ঝলঝল অচ্ছোদ বর্ণা,
ঝমঝম ভাষ্যের কলকল হাস্যে
দোলায়িত নৃত্যের তনুশ্রী লাস্যে,
ঝলঝল ঝলে বুক নির্ঝর ঝর্ণা।


দেহভারে অধবাহী সান্রিরাত সান্র্য
ছলছল উচ্ব্ ল হর্ষিত রঙ্গে
স্পর্শিত তলটানে বিকৃত অঙ্গে
ঝরঝর অনন্তে মন্রির্ত মন্র্ঙ।


আঁকাবাঁকা ঢাল বেয়ে সর্পিল উর্ণা,
নদীতরে ধরে প্রেম কামনায় পূর্ণ
মিলনের বাসনায় বহি তর তূর্ণ,
কামনায় ঝরে বারি নির্ঝর ঝর্ণা।


শৈলের বুকচুমে পাহাড়িকা কন্যা
গিরিখাদে ডাকে বান হলকায় জোয়ারা,
খাড়াপাড় তরতর ফিনকির ফোয়ারা,
ঝুমঝুম নিঝঝুম নির্ঝর ঝর্ণা।


গিরিচূড়ে তাপাঙ্কে হিমাঙ্ক মাত্রা,
হিমচুমে বায়ু ঝরে কুহেলিকা পান্না।
তাপহারা অলকের বিরহিণী কান্না
ঝরঝর ঝর্ণার নিরলস যাত্রা।


অঞ্জলি পেতে জল নদী দ্যায় ধর্ণা,
উৎসের ধারাকুলে ছোট ছোট বিন্দু
রচে দ্যায় জলাধার, অতলের সিন্ধু।
ঝরঝর ভাটিটায় নির্ঝর ঝর্ণা।


জলচাকা মূলে হয়ে বরণীয়া, ধন্যা-
অবিরাম জলদানে তৃষিত সাহারায়
ফুলে-ফলে-পর্ণে প্রাণে প্রেমে কুহরায়।
ধুকধুক প্রাণমূলে নির্ঝর ঝর্ণা।
ঢাকা, ১৩/০৪/২০১৯