লাল সবুজ পতাকা
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক


আমার ভাইয়ের বুকের রক্তবিধৌত
বঙ্গমায়ের সবুজশ্যামল অঞ্চল।
সন্তানের তাজা শোণিতরঞ্জিত
মায়ের সবুজ শাড়ির আঁচল।
সবুজের বুকে লালবৃত্ত আঁকা,
সন্তানের খুনখচা আস্তিন।
আমাদের এই লালসবুজ পতাকা।
জাতির স্বপন উড়া স্বদেশমাতৃকা।
বাতাসে উড়ে মুক্তিপাগল মুক্তবলাকা।
বিহগডানায় মেলিয়া পাখা।।


লক্ষশহিদের প্রাণতুলিতে আঁকা,
হৃদয়শোণিতমাখা,
বোনের হাত মেহেদীরাঙা,
মায়ের আঁচল কলঙ্কঢাকা,
জাতির বিজয় হোলি,
আমাদের এই লালসবুজ পতাকা।
জাতির স্বপন উড়া স্বদেশমাতৃকা।
আকাশে উড়ে মুক্তি পাগল মুক্ত বলাকা।
স্বাধীনতাডানায় মেলিয়া পাখা।।


সবুজঘেরা সদ্যস্বাধীন বাংলাদেশে-
পূব-আকাশে উঠেছে লাল রক্তকরবী।
স্বাধীনতার উদিত রবি, বিজয়ছবি।
দীর্ঘদিনের অত্যাচার শোষণ আর বঞ্চনার অবসান,
এক ত্যাগের উপাখ্যান, বিজয়ের গান,
মুক্তিচেতনায় রঙিন এই বিজয়নিশান।
জাতির আশাআকাঙ্ক্ষা, চিন্তা ও চেতন-
আমাদের এই বিজয়কেতন।।


যাদের ত্যাগে দেশ হল মুক্ত, স্বাধীন,
কালস্রোতে তারা কভু হবে নাকো লীন।
মুক্তিচেতনায় জাতিপ্রাণে রবে সদা দীপ্ত রঙিন।
তাদের সম্মানে, রচিয়া গান,
আকাশে উড়িয়ে এই বিজয়নিশান,
দাঁড়িয়ে শ্রদ্ধাবনত মস্তকে আমরা গেয়ে যাই,
তাদের সেই বীরগাঁথা, বিজয়েরই গান।
জাতির স্মৃতিতে যা আছে, রবে চির অম্লান।।
প্রকাশিত গ্রন্থ- এত জল ও কাজল চোখে