১২/০৫/২০১৯
মা মাটি দেশ
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক
ছন্দ- স্বরমুক্তক


মা আর মাটি
সমান খাঁটি।
মা হলেন জননী
আর মাটি ধরণী।
মা করেন লালন
আর মাটি ধারণ।


মায়ের বুকে স্তন্যপান
মাটি করে অন্ন দান।
অন্ন বস্ত্র ও বাসস্থান
চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যউপকরণ,
মাটি বিনে হয় কি যোগান?
মায়ের হাতে দুধের বাটি
মাটির বুকে শীতলপাটি।
মাকে মোরা কতই জ্বালাই
মা তো কভু যায় না পালাই’।
মাটির বুকে লাঙ্গল চালাই
মাটির বুকেই ফসল ফলাই।


মাটির বুকে যত শ্যামল
মায়ের মত হয় তা কোমল।
মা যে আমার অমূল্যধন
তাকে ছাড়া বৃথাই জীবন।
মাটি দিয়ে সকল সৃজন
মাটির বুকেই সবার মরণ।
মা যে মোদের পরশমণি
সেবে হই দ্যুলোকে ধনী।
মাটির বুকেই সকল খনি,
কর্ষণে মোরা জগৎরণি।
মায়ের সাথে সবার নাড়ীর টান
মাটি হল দেহের উপাদান।
জন্ম যার যেই দেশের ভূমি
সেই তো তার মাতৃভূমি।


মা আর এ দেশের মাটি
আমার সকল সুখের আঁটি।
মা মাটি দেশ-
আমার প্রিয় এ বাংলাদেশ।
মা ও ছেলে সুখে দুখে
বাইছি তরী দেশের বুকে।
দেশকে করে বুকে ধারণ
মাকে মোরা করবো লালন।
রাখবো দেশকে শৃঙ্খল বিহন।
মুক্ত মায়ের মুক্ত আঁচল-স্বাধীনতার দান,
জীবন দিয়ে রাখবো মোরা জন্মভূমির মান।
প্রকাশিত কাব্যগ্রন্থ- ‘কত নদী জল’
ঢাকা, ২৪/০৭/২০১৭ ইং