মনপাখি
ইঞ্জিনিয়ার মোঃ আনোয়ারুল হক


এত ডাকি মন-পাখি তুই রইলে জেগে ঘুমি’,
তোকে ঘিরে স্বপনগুলো যায় রে উদাস চুমি।
পাখিরে তুই যাসনে ওড়ে, আয়রে বুকে আয়,
হরষ জাগা পরশ দেব দুধে আলতা গা’য়।
ফুলে ফুলে সাজিয়ে দিয়ে তারারও মেলায়
আকাশ গাঙে রচবো সদন চাঁদেরও ভেলায়।
নন্দ মনোস্পন্দে ভাসি’ মিলন আঙিনায়
হৃদয়গগন খুলে দেব উড়তে নীলিমায়।
আমার যত হরষগুলো তোর চাওয়াতে হেসে
কুঞ্জবনের পুঞ্জে পুঞ্জে যায় রে ভেসে ভেসে।
পলক তরে দেখলে যাকে হৃদয় গাইত গান
বিদ্ধ চোখের দ্বিত্ব তীরে গাঁথি’ মনের প্রাণ।
তোর নয়নে হাজার স্বপন করত জলকেলি,
মিলনমোহে বর্হী যেমন নাচে বর্হ মেলি’।
যার ছোঁয়াতে স্বপনগুলো নাচতো ঘুঙুর পা’য়,
তাকেই ছেড়ে গেলি ওড়ে, কোন সে পাড়া-গাঁ’য়?


কিসের মোহে ছল-পাখি তুই হইলে পরে বন্দি,
দুখের রণে আঁধার সনে পাতিয়ে আমায় সন্ধি?
আমার প্রেমে টানলে ইতি বাঁধলে কঠিন বাঁধ,
সুখের আকাশ নীলনীলিমায় পেতে মরণ ফাঁদ।
স্বপন-আল্পন এঁকে দিয়ে রঙিলা পাখায়,
প্রেমবিরহে রাখলে ঢেকে অগ্নিচাদর গা’য়।
মন-কাননে শিস দিয়ে তুই বাজিয়ে প্রেমের বাঁশি,
কার বুকেতে রাত-কামিনী পরাস মিলন ফাঁসি?
আমার তরী ছেড়ে কেনো ভাসলি পরের না’য়?
তোর পরশের হরষগুলো প্রশ্ন রেখে যায়।
মন-পাখি তুই থাকলে সুখে, ছেড়ে যাবো দাবি,
যমের-দূতে আনবে আনুক মরণদ্বারের চাবি।
ঢাকা, ১৯/০৮/২০১৮