সেদিন বাসের সিটে তোমার পাশে বসবার জন্যে আমার মনটা ভীষণ উতলা হয়ে উঠছিলো
তোমার হাতের মেহেদির রঙ যদিও কোন এক আশু ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছিলো তবুও কেন যেন তুমি কাছে থেকে দূরে ছিলে
ভীষণ দূরে.....!
জানো সেদিন তোমার চশমার লেন্সে আমি অস্পষ্টভাবে তোমাকে নিয়ে হারিয়ে গিয়েছিলাম কোন অজানা শহরে
সেখানে তুমি আর আমি ছাড়া কেউ ছিলো না।
স্বভাবতই তুমি একটু লাজুক কম কথা বলো আর তাই আমি সু উচ্চ স্বরে তোমাকে কবিতার ভাষায় ভালোবাসা বলতে লাগলাম
তুমি তখন হঠাৎ সমুদ্রের কল্লোলের তালে জেগে উঠলে আমার ভালোবাসার পরশে
তখন সূর্য অস্তমিত হচ্ছে সন্ধ্যার আঁধারের সাথে সাথে  তোমার মাথা আমার কাঁধে হেলে পড়লো
আমি উপলব্ধি করলাম এটা তোমার ঘৃণা নয় ভালোবাসা
ঠিক তখনই হেল্পার বলে উঠলো নামুন চলে এসেছেন আপনার গন্তব্যে
আমি অসম্পূর্ণ গল্পের ইতি ঘটিয়ে চলে গিয়েছিলাম ঠিক-ই তবুও একরাশ ভালোবাসা তোমাকে দিয়ে গিয়েছিলাম