আমাদের ক্ষমা করো, হে শিক্ষাগুরু
আমাদের ক্ষমা করো
তোমার-ই চরণধুলোয় যেখানে কথা ছিল মুছিবো মুখ দেখিবো আলো
সেখানে দেখি আজ সব কিছু  নিকষ অন্ধকার কালো।
কি শিখিয়েছিলে তুমি আর কি করেছি আমরা
ব্যর্থ তুমি নও,  ব্যর্থ  এ সমাজ, ব্যর্থ এ মানবমন।।
আমাদের ক্ষমা করো হে শিক্ষাগুরু
আমাদের ক্ষমা করো।।