যান্ত্রিক এই শহরে আমি নিঃসঙ্গতার ভিড়ে
সহসা আমার আমিকে খুঁজে ফিরি
কবিতার পাতা থেকে তখন  যেন কে আমায় ডাক দিয়ে জিজ্ঞেস করে
কে তুমি?
কি তোমার পরিচয়?
তখন-ই আমি নিজেকে নিজের মধ্যে হারিয়ে জানতে চাই
কে আমি?
কি আমার পরিচয়?
আমি কি শুধু-ই আগামীর একজন শব্দ সৈনিক নাকি যান্ত্রিক শহরে কোন অস্তিত্বের আড়ালে হারিয়ে অথৈ জলে নিমজ্জিত কোন পথিক।।