প্রেয়সী তুমি আজ আকাশটা দেখছো?
তার কি হয়েছে?
সে আজ এমন বিদঘুটে অন্ধকারে নিজেকে কেন অবগাহন করেছে,
তার কি আজ ভীষণ মন খারাপ?  কাঁদতে ইচ্ছে করছে!
আজ তাকে দেখে মনে হলো সে কি এক  অদ্ভুত বিষণ্নতায় যেন ডুবে আছে!
তুমি কি পারবে তাকে আজ একটি গান শোনাতে?
যে গানের করুণ সুরে সে অঝর ধারায় কেঁদে তার সমস্ত দুঃখ, বেদনা, বিরহকে ভুলে গিয়ে আবার শুভ্র, সুন্দর আর আকর্ষী হয়ে কবিদের কবিতার উপজীব্য হবে।
আমারও যখন আকাশের মতো মন খারাপ হয় তখন তো তুমি দিব্যি গান শোনাও
যে গানগুলো তোমার সদ্য রচিত
যে গানগুলো প্রাণে আত্মায় মিশে গিয়ে আমাকে সংগ্রামের সাথে ঠিকে  থাকার প্রেরণায় জোগায়।
শোনাও না আজ আকাশকে সেরকম একটি গান
তুমি জানো-ই তো আমি বড্ড আকাশপ্রেমী!
তাকে এরকম  দেখতে আমার ভীষণ খারাপ লাগছে
মনে হচ্ছে  তার বিরহে আমার ভেতরটাও যেন কেমন করুণ ওঠছে
তুমি শোনাও না তাকে  একটি গান  ঠিকে থাকার, ভালো থাকার, ভালোবাসার, কবিতার উপজীব্য হওয়ার।।


২৮/১১/২০২২
নিজপাট রাজবাড়ী, জৈন্তাপুর, সিলেট,  বাংলাদেশ