আজকের এই আগুনে শুধুই সীতাকুণ্ড দগ্ধ হয়নি
দগ্ধ হয়েছে হাজার কোটি মানুষের হৃদয়,
লক্ষ কোটি মানুষের স্বপ্ন,
হাজার লক্ষ কোটি হৃদয়ে সযত্নে গড়ে ওঠা ভালোবাসা!
ওদের বেঁচে থাকার আকাঙ্খা আর আর্তচিৎকারে নক্ষত্র খসে পড়েছে, সমস্ত আকাশ কান্না করেছে
দমকল বাহিনীর প্রাণ উৎসর্গ করে প্রাণ বাঁচানোর তীব্র গতি দেখে পূর্ণিমার চাঁদও তাদের মতো হতে চেয়েছে
বৃক্ষ নতজানু  হয়ে তাদের প্রণাম জানিয়েছে।
যে ছেলেটা গতকাল তাঁর মাকে স্বপ্নের রাজ্যে ঘুরে বেড়ানোর গল্প শুনিয়েছিল
যে ছেলেটা তার বাবাকে প্রথম বেতনে নতুন জামা কিনে দিতে চেয়েছিল
যে ছেলেটা তার প্রিয়তমাকে নিয়ে নতুন শহরে নতুন নিয়মে জীবন শুরু করেছিল
সেই ছেলেটা আজ হারিয়ে গেছে বিদঘুটে অন্ধকারে আর তার লালিত স্বপ্ন আজ স্মৃতি হয়ে ঘুরপাক খাচ্ছে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা প্রতিটি স্বজনের মনে।
আজ এই প্রান্তরে  স্বজন হারানোর হাহাকার আর আর্তনাদে আকাশ ভারি হয়ে গেছে
অগ্নিদগ্ধ মানুষের বাঁচার তীব্র আকুতি আমার দুচোখে জলের বন্যা বয়ে দিয়েছে
তবে কি মানুষ  সত্যি বড্ড অসহায়,  নিঃসঙ্গ!!