এই পথের দুপাশে  থরে থরে সাজানো কৃষ্ণচূড়া
হয়তো
আজ আমাকে অভ্যর্থনা জানাতে সেজেছে এতো নিখুঁত হয়ে  
আকাশটা  যেন বর্ণিল হয়ে মেতে উঠেছে আমাকে প্রফুল্ল করে তোলতে
স্মৃতি বিজড়িত ঝর্ণা  
দূর থেকে অবিরত ঝরছে আর বলছে এসো, এসো কাছে,  একরাশ মুগ্ধতা  নিয়ে যাও!
আর শ্রেণী কক্ষ
সে তো অধীর আগ্রহে সানন্দে আমাকে আহবান জানাচ্ছে তাকে আবার সজীব করে তোলতে
কানে কানে এসে বলছে -
'তোমার স্পর্শে আমি আবারো প্রাণ ফিরে পেয়েছি
আবারো নতুন শিহরণে নতুন শপথের  প্রস্তুতি নিচ্ছি
বিনিময়ে তোমাকে আমি জ্ঞান আর প্রজ্ঞায় ভরপুর করে দেবো
--তবে হ্যাঁ,
যদি তুমি তা প্রত্যশা কর। '    
আমি তাদের প্রত্যেকের আহবানে সাড়া দিতে ব্যাকুল হয়ে উঠলাম
কবিতার অসংখ্য পঙক্তি তখন আমাকে ডাক দিয়ে বললো-
এটা কি তোমার প্রত্যাশিত সেই জায়গা যেখান থেকে
তুমি পাখির ভাষা বুঝতে শিখেছো
ঝর্ণার সৌন্দর্য উপলব্ধি করতে জেনেছো
মাটির গন্ধে আকুল হয়ে ফুলের মতো হয়ে উঠেছো?
আমি তাদের প্রশ্নের প্রত্যুত্তরে সুউচ্চ সুরে বলতে লাগলাম
হ্যাঁ, হ্যাঁ, এটা আমার সেই জায়গা,  এটা আমি সেই  ভালোবাসার জায়গা,  আর হ্যাঁ এটাই আমার ভালোবাসা...!
এখানের প্রত্যেকটা কৃষ্ণচূড়া, ঘাস, পাখি  আমার খুব  চেনা, ওরা আমার খুব
আপন,
যাদের প্রত্যহ নিজ আঙিনায়  ভালোবাসায় করি  স্মরণ!