আকাশ ছোঁয়া ঐ পাহাড়ের পাদদেশে দেখো আজ কিভাবে সবুজের সমুদ্রে ভেসে বেড়াচ্ছে খাঁটি সোনা
হেমন্ত এলে-ই কি তবে চারিদিকে স্বর্ণের এমন সমারোহে সমৃদ্ধ হয়ে ওঠে এখানকার কবিদের কবিতা?
এই হেমন্তে-ই পদ্ম শালুকের পরিশুদ্ধ নির্মল বাতাসে গা ভাসিয়ে কবিদের কবিতা পাঠক সমাজকে  করে তুলে বিমোহিত
আর নানান গন্ধে ভরপুর হয়ে ওঠে আমাদের কল্পনার ন্যায় সাজানো এই রাজ্য।।
তবে কি এটাই সেই স্বর্গরাজ্য?