আগে যা কুকুর খেত
এখন খায় তা মানুষ,
পশুর খাবার করে সাবার
হয়না তাদের হুঁশ।।


হাড়হাড্ডি করছে তারা নেহারি,
আয়েশ করে খাচ্ছে যে তেহারি।।
কাঁদছে বসে অনাহারী
তবুও তারা বেহুশ।
আগে যা কুকুর খেত
এখন খায় তা মানুষ,
পশুর খাবার করে সাবার
হয়না তাদের হুঁশ।।


বট বলে খাচ্ছে তারা নাড়িভুঁড়ি,
খাটছেনা তো কোন জারিজুরি।।
করছে বসে রোনাজারি
তবুও তারা বেহুশ।
আগে যা কুকুর খেত
এখন খায় তা মানুষ,
পশুর খাবার করে সাবার
হয়না তাদের হুঁশ।।