ত্রাণ নিয়ে মশকরা করেন কেন নেতা?
ভাবেন কি আপনি পানিবন্দীর কথা।
পানিবন্দীর দরকার নদীর তীরে বাঁধ,
যাতে করে কেটে যায় দুর্বিসহ রাত।


ত্রাণ নিয়ে মশকরা করেন কেন নেতা?
শোনেন কি আপনি বানভাসির কথা।
বানভাসির দরকার নদীর তীরে বাঁধ,
যাতে করে কেটে যায় যন্ত্রনার রাত।


ত্রাণ নিয়ে মশকরা করেন কেন নেতা?
বোঝেন কি আপনি নদীভাঙ্গার ব্যাথা।
নদীভাঙ্গার দরকার নদীর তীরে বাঁধ,
যাতে করে কেটে যায় কষ্টকর রাত।


দু-চারটে প্যাকেট আর কিছু সাংবাদিক,
শুধু শুধুই ফটোসেসন বলুন কি ঠিক?