বেঈমান বেঈমান বিশ্ব বেঈমান
বেঈমান বন্ধুরে,
কলঙ্ক দিয়া, দাগ লাগাইয়া
রইছ কেমন করে।


কসম কইরা বইলাছিলা
হইবা তুমি বর,
সেই তুমি যে হইয়া গেলা
বেঈমান বর্বর।
নাওনা তুমি জানের খবর
থাক অনেক দূরে।।


শপথ কইরা বইলাছিলা
করবা তুমি ঘর,
সেই তুমি যে হইয়া গেলা
শয়তান স্বার্থপর।
নাওনা তুমি মনের খবর
থাক অচিনপুরে।।