গান গাইলেই হয় যে দোষ
ধর্মের বারোটা বাজাই,
শ্লীলতায়ও বড়ই আফসোস
শিল্পীকে হারামি সাজাই।।  


সুদ খাইলেও হয়না হারাম
হয়না অপরাধ,
গান গাইলেই হয় যে ব্যারাম
কতনা অপবাদ।।
বিনা অপরাধে করি বদনাম
কিযে মজা পাই!


ঘুষ খাইলেও হয়না হারাম
হয়না অবসাদ,
গান গাইলেই হয় যে দুর্নাম
কতযে প্রতিবাদ।
বিনা অপরাধে করি বদনাম
কত আনন্দ পাই!