মনের চেয়ে ধন বড় নয়
মনই হল বড়,
সরল মনে প্রেম কাননে
মানুষটাকে গড়।।


ধনের ধনী হইলেও কেহ
হয়না শুদ্ধ মানুষ,
অহংকারে ফুরায় দেহ
উড়ায় রঙ্গের ফানুস।।
কোনকালেই হয়নাতো হুঁশ
হয়রে জড়সড়।
মনের চেয়ে ধন বড় নয়
মনই হল বড়,
সরল মনে প্রেম কাননে
মানুষটাকে গড়।।


ধনের ধনী হইলেও কেহ
হয়না হৃদ্য মানুষ,
অহংকারে পোড়ায় গেহ
ঘোরায় ঢঙ্গের ফানুষ।।
চিরকালেই রয় যে বেহুঁশ
হয়রে মর মর।
মনের চেয়ে ধন বড় নয়
মনই হল বড়,
সরল মনে প্রেম কাননে
মানুষটাকে গড়।।