মুখ দেখে যায়না চেনা
কে ভাল মন্দ,
রূপ দেখে যায়না জানা
কত দ্বিধাদ্বন্দ্ব।।


মুখটা যদি মায়াময় হয়
মনটা হয় কাল,
তারে তুমি কেমনে বল
বাহ ভীষণ ভালো।।
মানুষ রূপে অমানুষ সে
নিশ্বাস হয় বন্ধ।


রূপটা যদি অপরূপ হয়
চলন নয় ভালো,
তারে তুমি কেমনে বল
চাঁদ বদনি আলো।।
সুন্দর রূপে অসুন্দর সে
ছড়ায় বাজে গন্ধ।


হাতীবান্ধা
১৩ এপ্রিল২১ খ্রি:
১১:১২:পিএম
মঙলবার