আমি উড়ে যেতে চাই
আকাশে-
বিহঙ্গের মতো,
আমি ভেসে যেতে চাই
বাতাসে-
বাষ্পের মতো।


আমি পাড়ি দিতে চাই
সাগরে-
তিমির মতো,
আমি উঠে যেতে চাই
পাহাড়ে-
মেঘের মতো।


আমি কবি হতে চাই
ভুবনে-
রবির মতো,
আমি ছবি হতে চাই
যৌবনে-
ভিঞ্চির মতো।


আমি নেতা হতে চাই
বাংলায়-
খোকার মত,
আমি মানুষ হতে চাই
এ ধরায়-
মানুষের মত!
০১ডিসেম্বর১৯রবিবার১০:০৬পিএম