স্বার্থেই করি ছলচাতুরী
লোভের নাইতো শেষ,
অন্তর জুড়েই জুয়াচুরি
আছি তাইতো বেশ!


লোকে বলে প্রতাড়ক
তাতে কি আসে যায়,
ধনদৌলতের মালিক হতে
এ মন শুধু চায়।।
বুঝিনাতো দিধাদ্বন্দ
সব হলেও শেষ!


লোকে বলে প্রবঞ্চক
তাতে কি আসে যায়,
সারাজাহানের মালিক হতে
এ প্রাণ শুধু চায়।।
খুঁজিনাতো ভালোমন্দ
সব হলেও শেষ!


১৮মার্চ ২১
বৃহস্পতিবার
১০:৩৮:পিএম