আমার নয়নে নয়নো ভরিয়া,
কাঁদালে কেন অমনো করিয়া।।


ভেবেছিলাম তোমায় অন্তপ্রাণ,
সঁপেছিলাম তাই মনোপ্রাণ।।
স্বপন ভেঙ্গে হইল যে খানখান
যাই যে এখন সরিয়া।
(আমার নয়নে নয়নো ভরিয়া,
কাঁদালে কেন অমনো করিয়া।।)


ভেবেছিলাম তোমায় জানেমান,
দিয়েছিলাম তাই দেহখান।।
মাথায় ভেঙ্গে পড়ল যে আসমান
যাই যে এখন মরিয়া।
(আমার নয়নে নয়নো ভরিয়া,
কাঁদালে কেন অমনো করিয়া।।)