পাষাণ বন্ধুরে তোর দয়া-মায়া নাই
নিষ্ঠুর বন্ধুরে তোর দয়া-মায়া নাই,
অন্তর পুইড়া করলি কালা-
এক নিমিষেই করলি ছাই।।


কাইড়া নিয়া মনোপ্রাণ,
করলি আমায় অপমান।।
দেহ ভাইঙ্গা খান-খান
কোথায় মুখ লুকাই।।


কাইড়া নিয়া মানসম্মান,
করলি আমায় অসম্মান।
স্বপ্ন ভাইঙ্গা খান-খান
কোথায় বল যাই।।