খাঁটি মানুষ না হইলে পড়ে
হিসাব দিব কি রোজ হাসরে
মহাপাপের হবে কঠিন বিচার,
ও মনোরে-
কেমনে হব পুলসিরাত পাড়
কেমনে পাব খোদার দিদার।।


সারাজীবন করলাম চুরি,
নষ্ট করলাম মস্ত ভুড়ি।।
মন্দকাজে নাই রে জুড়ি
হিসাব মেলাই ভার।
ও মনোরে-
কেমনে হব পুলসিরাত পাড়
কেমনে পাব খোদার দিদার।।


সারাজীবন খাইলাম ঘুষ,
নষ্ট করলাম ফুসফুস।।
পাপকাজে হই রে খুশ
পূণ্য খোঁজাই সার।
ও মনোরে-
কেমনে হব পুলসিরাত পাড়
কেমনে পাব খোদার দিদার।।


০২ডিসেম্বর২২শুক্রবার০১:৫২এএম
২৩০১আসাপারি,কবিকুঞ্জ,পারুলিয়া।