হে খোদা দয়াল দয়ালু দয়াশীল দয়াময়,
মরণকালে কন্ঠে যেন কলেমা জারি হয়।।


মধুর এ কলেমা পড়ে পড়ে হয় যেন মরণ,
মরণমুখেও ভুলিনা যেন ধরি সদা চরণ।।
পাপীষ্ঠ রূপে করোনা বরণ
ওহে শান্তিময়।


যাদুর এ কলেমা জপে জপে হয় যেন মরণ,
মরণমুখেও ভুলিনা যেন করি সদা স্মরণ।।
পাপীষ্ঠ রূপে করোনা ধারণ
ওহে কান্তিময়।


০৬নভেম্বর২২রবিবার০১:১৬পিএম২২৭৬
আসাপারি,থানাপাড়া,লালমনিরহাট।