তুমি আমাকে অবজ্ঞা কর
তবুও ভালোবাসি।
তুমি আমাকে অবহেলা কর
তবুও ভালোবাসি।
তুমি আমাকে অপমান কর
তবুও ভালোবাসি।
তুমি আমাকে অপদস্ত কর
তবুও ভালোবাসি।
তুমি আমাকে অসম্মান কর
তবুও ভালোবাসি।
তুমি আমার অমর্যাদা কর
তবুও ভালোবাসি।
তুমি আমার অশান্তি কর
তবুও ভালোবাসি।
তুমি আমার অযত্ন কর
তবুও ভালোবাসি।
তুমি আমাকে অসুখী কর
তবুও তোমাকেই ভালোবাসি।
কিন্তু যখন তুমি আমাকে
সকলের সামনেই
চাকর বানাও গোলাম বানাও
ক্রীতদাস বানাও
তখন-
আমার ভীষণ কষ্ট দুঃখ হয়
জ্বালা হয় যন্ত্রনা হয়।
তাই আর ভালোবাসিনা
ভালোবাসতে পারিনা
কাছে আসিনা
কাছে আসতেই পারিনা
মেলাতে পারিনা হিসাব
গড়মিল হয়ে যায়
প্রেমময় অংকেগুলো!
সরে যাই দূরে-
দূর থেকে দূরে বহুদূরে
নিরবে নিভৃতে নির্জনে
নিরালায়।
তবুও তোমার প্রতি
কোন অভিযোগ নেই আমার।
দোয়া করি সুখে থাক
সুখী হও...
ভাল থেক সবসময়
সারাটি জীবন
প্রিয়তম প্রেয়সী আমার।