কেউ কাঁদে কেউ হাসে
কেউ করে দোয়া,
কেউ ডুবে কেউ ভাসে
ধোয়া আর ধোয়া।


কেউ ভাঙ্গে কেউ গড়ে
কেউ ধরে তার,
কেউ পুড়ে কেউ মরে
শুধুই হাহাকার।


কেউ বাধে কেউ সাধে
কারো রুদ্ধ দ্বার,
কেউ চাঁদে কেউ ফাঁদে
কে করে উদ্ধার।


কেউ কাঁপে কেউ চাপে
কেউ দেয় খাদ্য,
কেউ তাপে কেউ ঝাঁপে
মরতে যে বাধ্য।


আগুন জ্বলে দাউদাউ
লেলিহান শিখা,
বৃথা শুধুই হাউমাউ
ভাগ্যে কি লিখা?