নাপাকেতে আছে পাক
ক'জনে তা খোঁজে,
রাগেই আছে অনুরাগ
ক'জনে তা বোঝে।।


নাপাক নাপাক কইরা যারে
কর তুমি ঘৃনা,
মহামিলনেই সে যে
বাঁজায় প্রাণের বীণা।।
মহাজনে করে প্রাণ সঞ্চারণা
প্রাণেরই মাঝে।
নাপাকেতে আছে পাক
ক'জনে তা খোঁজে,
রাগেই আছে অনুরাগ
ক'জনে তা বোঝে।।


রাগারাগি কইরা যারে
কর তুমি ঘৃনা,
মহামিলনেই সে যে
বাঁজায় প্রেমের বীণা।।
মহাজনে করে প্রেম সঞ্চালনা
হৃদয়েরই মাঝে।
নাপাকেতে আছে পাক
ক'জনে তা খোঁজে,
রাগেই আছে অনুরাগ
ক'জনে তা বোঝে।।