আমি মানুষ বলি কারে?
আমি মানুষ বলি কারে?
যার নাই মনুষ্যত্ব
নিজেরে নিয়েই মত্ত
করতে চায় প্রভূত্ব
এ জগত সংসারে
আমি মানুষ বলি কারে?
আমি মানুষ বলি কারে?


চোখ মুখ থাকলেই হয়না মানুষ,
মানুষ হইতে লাগরে হুঁশ।।
পরঅর্থে হয় যে বেহুঁশ
কি বলিব তারে?
আমি মানুষ বলি কারে?
আমি মানুষ বলি কারে?
যার নাই মনুষ্যত্ব
নিজেরে নিয়েই মত্ত
করতে চায় প্রভূত্ত
এ জগত সংসারে
আমি মানুষ বলি কারে?
আমি মানুষ বলি কারে?


হাত পাও থাকলেই হয়না মানুষ
মানুষ হইতে লাগেরে হুঁশ।।
নিজস্বার্থে হয় যে বেহুঁশ
কি বলিব তারে?
আমি মানুষ বলি কারে?
আমি মানুষ বলি কারে?
যার নাই মনুষ্যত্ব
নিজেরে নিয়েই মত্ত
করতে চায় প্রভূত্ত
এ জগত সংসারে
আমি মানুষ বলি কারে?
আমি মানুষ বলি কারে?