বলিতে পারিনা অামি
একজন দক্ষ শিক্ষক,
কারণ-
অামি কিন্ডার গার্টেনের এক
সম্মানি ছাড়া লোক।


বলিতে পারিনা অামি
একজন সরকারি কর্মকর্তা,
কারণ-
অামি ইউডিসির এক
অধম উদোক্তা।


বলিতে পারিনা অামি
একজন সফল ছাত্রনেতা,
কারণ-
অামি নই চাপাবাজ
নেই চাটুকারিতা।


বলিতে পারিনা অামি
একজন দারুণ উপস্থাপক,
কারণ-
অামি শুধু মুক্তমঞ্চের
সাধারণ এক সঞ্চালক।


বলিতে পারিনা অামি
একজন অসাধারণ গায়ক,
কারণ-
কোন মিডিয়ায় নেই অামার
কোন পরিচায়ক।


বলিতে পারিনা অামি
একজন অনন্য চিত্রশিল্পী.
কারণ-
নামিদামি গ্যালারীতে অামার
নেই কোন চিত্রলিপি।


বলিতে পারিনা অামি
একজন অনুপম অভিনেতা,
কারণ-
অামি মঞ্চ নাটকের এক
পোড়ামুখো আত্মা।


বলিতে পারিনা আমি
একজন মাস্টার ট্রেইনার,
কারণ-
আমি পক্ষে নই হলুদ
সাংবাদিকতার।


বলিতে পারিনা অামি
একজন স্বনামধন্য কবি,
কারণ-
অামি নই কোন মুখোশধারী
কিংবা মেধাবী।


তাই
নিজেই নিজেকে প্রশ্ন করি
অাসলে আমি কি?
হয়তো -
অামি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর
নয়তো নগণ্য অতি!