কে গো তুমি রূপসীকন্যা
পড়েছ যে নীলশাড়ী,
বয়ে দিয়েছ রূপের বন্যা
তাইতো পলক ফেলতে আমি না পারি।।


কি করি কি করি কিযে আমি করি!
তোমার অমনও রূপ দেখে শতরূপা সুন্দরী।।
তোমায় দেখে মনে হয় মর্ত্যলোকের পরী
তাইতো তোমায় গড়তে আমি না পারি।
কে গো তুমি রূপসীকন্যা
পড়েছ যে নীলশাড়ী,
বয়ে দিয়েছ রূপের বন্যা
তাইতো পলক ফেলতে আমি না পারি।।


আহা মরি মরি যাইযে আমি মরি!
তোমার অমনও রূপ দেখে অপরূপা অপ্সরী।।
তোমায় দেখে মনে হয় স্বর্গালোকের পরী
তাইতো তোমায় ধরতে আমি না পারি।
কে গো তুমি রূপসীকন্যা
পড়েছ যে নীলশাড়ী,
বয়ে দিয়েছ রূপের বন্যা
তাইতো পলক ফেলতে আমি না পারি।।