তুমি তো-
কখনই নির্ভরশীল ছিলেনা আমার উপড়
তবে কেন পিছিয়ে যাওয়ার এত ভয়,
আমাকে ছেড়ে একাই চলেছ বহুবছর
গোটাবিশ্বকে একাই করেছ জয়।
তাইএগিয়ে যাও সদর্পে সগর্ভে স্বমহিমায়
সাফল্যগাঁথার সৌখিন স্বপ্নচূড়ায়,
সবগুলো বাধন ছিড়ে সুখময় স্বপ্নের নীড়ে
অনাকাঙ্খিত অযাচিত মনপুরায়।


আর আমি-
আমি না হয় পড়ে রব মনের এক কোনে
তোমার প্রেমহীন অন্তরের অন্দরে,
ভালোবাসাহীন নিষ্ঠুর নিপিড়ন নির্যাতনে
অথবা যন্ত্রনাময় বেদনার বন্দরে!
২৪/মে/২০২০/রবিবার