বানাইলাম সুন্দর বাড়ি
সুন্দর একখান ঘর,
সবই গেল শ্যাষে ছাড়ি
কইরা ভীষণ পর।।
শান্তির সাগর বাধতাম যদি,
হইতাম না রে মরানদী।।
শিষ্ট হইতো শেষ অবধি
উজান যাইতো খবর।।
প্রেমের পাহাড় গড়তাম যদি,
কাঁদতামনা রে নিরবধি।।
পিষ্ট হইতো পাপের গদি
উজাল হইতো কবর।।
৬জুলাই২৫রবিবার৪টা১১পি৩১৭০কবিকুঞ্জ