দেখতে চাইনা ওগো প্রিয়
অমন রূপের ঝলক,
এমনিই একটু আদর দিও
পড়েনা যেন পলক!

এক চিমটি উষ্ণতাই দিও
ভুলেনা যেন ভূলোক,
বিনিময়ে এ দেহমন নিও
নিও প্রেমের পুলক!

আসাপারি০২ডিসেম্বর২৫রবিবার১০টা২৪এএম৩০২৪চৌধুরী কুটির,রংপুর।