উচাটন মনটা আমার
বাইরাম বাইরাম করে,
কে যেন মনের ভেতর
উঁকিঝুঁকি মারে।।


সে যে দেখা দিয়াও দেয়না দেখা,
কইরা আমায় বড় একা।।
লাগে তাই বড্ড ফাঁকা
সুখ নাই অন্তরে।।
উচাটন মনটা আমার
বাইরাম বাইরাম করে,
কে যেন মনের ভেতর
উঁকিঝুঁকি মারে।।


সে যে কথা দিয়াও কয়না কথা,
দিয়া আমায় বড্ড ব্যথা।।
মনে তাই শুধু শুন্যতা
শান্তি নাই ঘরে।।
উচাটন মনটা আমার
বাইরাম বাইরাম করে,
কে যেন মনের ভেতর
উঁকিঝুঁকি মারে।।
০২ঃ০৯ঃপিএম
৩সেপ্টেম্বর২০
বৃহস্পতিবার