অনেক দিন হলো দেখিনি পাহাড়
দেখিনি বাগানে থাকা ফুলের বাহার।
শুনিনি ঝর্নার ধ্বনি কলকল
  সৌভাগ্য হয়নি দেখার সমুদ্রের জল
দেখা হয়নি মেঘালয়ের পর্বতমালা
   মাঠে গিয়ে উপভোগ করিনি ফুটবল খেলা
মায়ের আদেশ অমান্য করি যাইনি পুকুরের ধারে
এখন আর দেখি না বাঁধা নৌকা সারে সারে।
এখন দেখি শুধু শূন্যতা চারিদিকে
করোনা যেন নিরবে ভয়াবহতার ছবি আঁকে।
তবে আশা রাখি দেখবো বৃক্ষরাজি
দেখবো পাল তুলে নৌকা নিয়ে এগিয়ে যাওয়া মাঝি।