কুকুর বাঁচাও
আনোয়ার হোসেন সোহাগ  


শহর জুড়ে অনেক কিছু
দেখায় কতো ভয়
অন্ধ হয়ে ভাবছো কেন
শুধু কুকুর লয়?
কুকুর শুধু প্রাণী নয়
      বিশাল বড়ো ভক্ত
হৃদয় তাহার অনেক বড়
নহে সে কঠিন শক্ত।  
কুকুর শুধু প্রতিবাদী
চোর-ডাকাতের বেলা
কামড় সে বসায় তখন
যখন করো হেলা।
শহর জুড়ে আজকে দেখি
কুকুর তাড়াও স্লোগান
কুকুর তাড়িয়ে কি হবে ভাই
হৃদয় তোমার পাষাণ।
কুকুরেরও যে প্রাণ আছে ভাই
আছে অধিকার
কেন তুমি করছো তারে
বন্ধ্যা , নিধন,   শিকার    ।
কুকুর নিধন বন্ধ কর
বাঁচাও একটি প্রাণ
শহর জুড়ে  আজকে হোক
কুকুর বাঁচাও  গান।