এখন সেই আগস্ট মাস
কবিঃ আনোয়ার হোসেন সোহাগ      


এখন  সেই আগস্ট মাস!
যে আগস্ট মাসে তোমরা বাঙালির চোখে মুখে এঁকে দিয়েছিলে কলঙ্কের দ্রাঘিমা রেখা
যে আগস্ট মাসে তোমরা তোমাদের গুলিতে বাবার
ধবধবে সাদা পাঞ্জাবি করেছিলে রক্তমাখা
যে আগস্ট মাসে তোমরা রাসেলের মতো নাবালককে
হত্যা করে মেতেছিলে অট্টহাসিতে
যে আগস্ট মাসে তোমাদের গুলির  আঘাতে নবজাতক আসতে পারেনি পৃথিবীতে। তবে হয়তো শুনেছিলো তাকে বাঁচানোর জন্য তাঁর মায়ের আকুতি আর গগনবিদারী আর্তনাদ।        
এখন সেই আগস্ট মাস
যে আগস্ট মাসে তোমরা পৃথিবীর ইতিহাসে একমাত্র পিতৃঘাতী হিসেবে পরিচয় লুটে নিয়েছিলে
যে আগস্ট মাসের  রাতে তোমরা তোমাদের গর্বকে
বাংলার অহংকারকে নৃশংসভাবে হত্যা করেছিলে।
হে মীরজাফরেরা তোমরা সেদিন তোমাদের পিতাকে নয় হত্যা করেছিলে বাংলার মা, মাটি আর মানচিত্রকে।
তোদের মতো মীরজাফরদের আমি কেন আমার আগামী শত প্রজন্ম ঘৃণার চোখে দেখবে
আর বারংবার তোদের ধিৎকার জানাবে
আমি এই আগস্ট মাসে আমার কল্পনারপূর্বপুরুষ,আমার যৌবনের প্রথম ভালোবাসা
বাঙালির মিতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি
আর সেই কালো রাতের মীরজাফর যারা বাবাকে হত্যা করেছিলো তাদের ধিৎকার জানাচ্ছি