আলু পেল ন্যায্য মূল্য
ষাট টাকার বেশি
এমন দামে বিক্রি করে
বিক্রেতা আজ খুশি।
আলু নয় মরিচ ও ভাই
আজকে অনেক দামি
বাজার ঘুরে কিনতে গিয়ে
কলকলিয়ে ঘামি।
আলুর সাথে মরিচ যেমন
চালের সাথে ডাল
এসব জিনিস  কিনতে গিয়ে
দশা হবে বেহাল।
বাজারে  আজ নজরদারি
করবে কে যে ভাই!
সবকিছুর  বেহাল দশা
দেখার কেউ যে নাই।
মৌসুম আসে মৌসুম যায়
পঁচে ফসল মাঠে
দিন শেষে এসব পণ্য
দামি হয়  হাটে।
সংরক্ষণ করতে হবে
ফসল তোলার পরে
তবেই এসব পণ্য যাবে
স্বল্প মূল্যে ঘরে।