স্বপ্ন দেখতেই হবে
- আনোয়ার হোসেন সোহাগ
রোদেলা দুপুরের প্রখরতা কাটিয়ে
আসে রক্তিম আভা নিয়ে সন্ধ্যা
রাতের আকাশে আসে তারা
দেখা দেয় চাঁদের আলো।
কিন্তু এ মনে আসে না নব কোন রূপ
চারিদিকে শুধু লাগে মরণের ছোপ
আঁধারের সাথে হারিয়ে যায় বেঁচে থাকার আশা
চারিদিকে ছড়িয়ে আছে শুধু নিরাশা
তবে জানি একদিন আসবে নতুন আলো
জাগাবে হৃদয়ে শিহরণ।
কবে হবে সেটা আমি জানি না
তবুও স্বপ্ন দেখা বন্ধ করি না