পৃথিবীর কাছে আমি খুব ঋণী
কারন কী, জানতে চাও?
পৃথিবী আমায় দিয়েছে বিচরণের ঠাঁই
অনায়াসে করতে পারি আমি যা চাই।


নদীর কাছে আমি বড্ড ঋণী
কারন-
নদী দিয়েছে অফুরান জল যা অমূল্য খনি
দিয়েছে ভালোলাগার সেই কলকল ধ্বনি।


বৃক্ষরাজির কাছে আমি আরো বেশি ঋণী
কারন জানো?
বৃক্ষ দিয়েছে বেঁচে থাকার একমাত্র খাদ্য
যা ছাড়া   বেঁচে থাকা অসম্ভব অদ্য।  


পাখির কাছেও আমি  ঋণী  
কেন জানো?
পাখি আমায় শোনায় সুমধুর গান
যা শুনে আকুল হয় প্রাণ।              
    
আমি বড্ড ঋণী পাহাড় পর্বতের কাছে
তারা আমায় শিখিয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে
শিখিয়ে অন্যকে নিজের মধ্যে ধারণ করে বাঁচতে।

সত্যি আমি প্রকৃতির কাছে বড্ড ঋণী!
ভীষণ ঋণী!