স্বাধীনতা তুমি বীরের বেশ  
কবিতার সেই স্বাধীন দেশ।
স্বাধীনতা তুমি আমার কল্পনা
রক্ত দিয়ে লেখা আল্পনা।
স্বাধীনতা তুমি মায়ের হাসি
দেশমাতাকে নিয়ে বাজানো বাঁশি।
স্বাধীনতা তুমি আমার ভালোবাসা
যাকে ঘিরে সব স্বপ্ন আশা।
স্বাধীনতা তুমি আমার লেখা গান
নতুন সূর্যের আলো দেখা প্রান।
স্বাধীনতা তুমি পাখির মধুর কণ্ঠ
বেঁচে থাকার নতুন এক মন্ত্র।
স্বাধীনতা তুমি রাখালের বাঁশি সুর
শিশুর চোখে দেখা নূতন ভোর।
স্বাধীনতা তুমি বিস্তৃত ফসলের মাঠ
লোকারণ্য প্রতিটি পথঘাট।
স্বাধীনতা তুমি গাছের সজীবতা
নতুন প্রানে জাগা মানবতা।
স্বাধীনতা তুমি আমার ভালো লাগা
নতুন করে প্রানে দেশপ্রেম জাগা।
স্বাধীনতা তুমি বৈশাখী মেলা
ধর্ম বর্ণ বিভেদ ভুলে একসাথে খেলা।
স্বাধীনতা তুমি বসন্তের বরণ
দাবি আদায়ে একসাথে মরণ।
স্বাধীনতা তুমি নতুন অঙ্গীকার
ফিরে পাওয়ার নূতন অধিকার।
স্বাধীনতা তুমি প্রানে প্রানে মেলা
বিজয়ের নামে ভাসানো ভেলা।