বঙ্গবন্ধুকে নিয়ে লেখা পাঁচটি কবিতা।    



হে বঙ্গবন্ধু!  তুমি মহান, তুমি জাতির পিতা
এই বাংলা আর বাঙালি শুধুই তোমার  মিতা।
তুমি ছিলে জাতির শ্রেষ্ঠ বীর,  মায়ের শ্রেষ্ঠ সন্তান
তোমার কীর্তি রবে বাংলায় হয়ে চির অম্লান।  
তুমি ছিলে মহানায়ক, বাংলার অহংকার
তোমার আগমনে পেয়েছিল জাতি বাঁচার পূর্ণ  অধিকার।
তুমি ছিলে কালের শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ কবি
তোমার আহবানে সাড়া দিয়ে জাতি পেয়েছিল নতুন রবি।
  হে বঙ্গবন্ধু!  তুমি মহান, তুমি জাতির পিতা
  এই বাংলা আর বাঙালির তুমি এক মহান নেতা।
তুমি ছিলে বাংলার শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ শিক্ষক
   আজো বাংলা মায়ের তুমিই শ্রেষ্ঠ পথপ্রদর্শক।
তুমি ছিলে স্বাধীনতার নায়ক, স্বাধীনতার ঘোষক
তোমারই ডাকে পেয়েছি মোরা দেশটি বাংলাদেশ নামক।
তুমি ছিলে বাংলার আস্থা, বাংলার কারিগর
তোমার হাতে অপরুপ সেজেছিল দেশ স্বাধীনতার পর।
হে বঙ্গবন্ধু। তুমি মহান, তুমি জাতির পিতা
তোমায় পেয়ে ধন্য আজ এই  বঙ্গমাতা।
( ০১ আশ্বিন, রোজ বুধবার)    


২/ মুজিব তুমি
আনোয়ার হোসেন সোহাগ    
মুজিব তুমি জাতির পিতা
মহান এক নেতা
মুজিব তুমি শ্রেষ্ঠ বীর
উন্নত এক শির।
মুজিব তুমি শ্রেষ্ঠ নায়ক
স্বাধীনতার ঘোষক
মুজিব তুমি বাংলার  অহংকার
জাতির কারিগর
এই বাংলা শুধুই তোমার  
দেশজুড়ে তোমার ঘর।
( ২রা আশ্বিন, রোজ বৃহস্পতিবার)  


৩/ বাংলার মুজিব
আনোয়ার হোসেন সোহাগ
  
আমি এই বাংলার চারিদিকে তাকালে
  দেখি মুজিবের ঘর
আকাশে বাতাসে শুধুই শুনি
মুজিবের কন্ঠস্বর।
আমি এই বাংলার ফসলের মাঠে শুধু  দেখি
মুজিবের  চিরচেনা হাসি
শুনি বাংলারপাহাড় পর্বত নদী বলছে
আমরা মুজিবকে ভালোবাসি।
আমি এই বাংলার কবিতা গানে শুনে
মুজিবের অবদান
মুজিব ছিল বলেই হয়তো,
বাংলা পেয়েছে প্রাণ।  
আমি এই বাংলার অস্তিত্ব জুড়ে
শুধু দেখি একটি নাম
শতকোটি বাঙালির ভালোবাসা
শেখ মুজিবুর রহমান।


৪/ মুজিব
আনোয়ার হোসেন সোহাগ  


টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা
মুজিব তাঁর নাম
বাংলা জুড়ে এই মুজিবের
শুধুই যেন সুনাম।
মুজিব ছিলেন জাতির আশা
স্বাধীনতার ঘোষক
দেশকে স্বাধীন করা ছিল
তাহার বড় শখ।
মুজিব তাই দিলেন ডাক
স্বাধীন কর দেশ
যুদ্ধ করে পেলাম জাতি
সোনার বাংলাদেশ।
মুজিব এই দেশটি দিলেন
মোদের উপহার
তাইতো মুজিব অনন্য নাম
শুধুই  বাংলার।  


  ৫/  ক্ষমা করে দাও
কবিঃ আনোয়ার হোসেন সোহাগ    


মা,ওমা,তুমি আমাদের ক্ষমা করে  দিও!
আমরা রক্ষা করতে পারিনি তোমার সবচে আদরের সন্তানকে  
যে সন্তান তোমাকে রক্ষা করতে,
তোমার অধিকার ফিরিয়ে দিতে
মৃত্যুকে তুচ্ছ করে শুনিয়েছিল
দেশপ্রেমের মহান গান।
মাগো, আমাদের ক্ষমা করে দিও!
আমরা যে রক্ষা করতে পারিনি তোমার সবচে প্রিয় সন্তানকে
যে সন্তান তোমার মুখের ভাষা ফিরিয়ে দিতে,
রাজবন্দিদের মুক্ত করতে,
নিজেকে করেছিলো  নিবেদিত প্রান
সে যে তোমার শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান।
মাগো, তুমি আমাদের ক্ষমা করে দিও
আমরা তোমার ছেলেকে রক্ষা করতে পারিনি!
তবে জেনে রেখো মা
আমাদের শত কোটি প্রজন্ম তোমার ছেলেকে
বাঁচিয়ে রাখবে তাদের হৃদয়ে
তোমার ছেলের নাম ভেসে উঠবে
তাদের আপন পতাকার গায়ে।
তোমার ছেলে বেঁচে থাকবে তাদের
ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যে।
বেঁচে থাকবে তোমার ছেলে শেখ মুজিবুর রহমান
যতদিন তাদের দেহে থাকবে প্রান।