জেগে উঠো বিলাসিনী
আনোয়ার  হোসেন  সোহাগ


ওগো বিলাসিনী !  তুমি আজ মুখ লুকিয়েছো কেন?
পশুরা  তোমার দিকে তাদের লালসার দৃষ্টিতে তাকিয়েছে বলে!
নাকি তুমি তাদের কাছ থেকে, সমাজ থেকে এখন লুকিয়ে  থাকতো চাও?
ওগো বিলাসিনী!  তুমি কি তাদের প্রতিবাদ জানাবে না?
যারা  তোমাকে, তোমার দেহকে, লালসার দৃষ্টিতে তাকিয়ে  তৃপ্তি  পায়
যারা তোমাকে লুটে নিতে মনুষ্যত্বকে হারায়।
তুমি কি তাদের তোমার প্রতিহত করবে না!
ওগো বিলাসিনী !  তুমি আজ অন্ধকারে  মুখ লুকিয়ে  নয়, বেরিয়ে  এসো কালী  রূপে ।
তুমি ধ্বংস  করে দাও ঐ পুরুষ  নামের লালসাকারী জানোয়ারদের
তুমি আগুনে পুড়িয়ে  দাও ধর্ষক নামের পশুদের।
তুমি তোমার আঘাতে ধ্বংস করে দাও ঐ নরপশু, হিংস্র জন্তুদের।
ওগো বিলাসিনী !  তুমি যদি জেগে উঠো , তুমি  জেগে উঠলে, জেগে উঠবে  সারা দেশ
কোথাও থাকবে না কোন ধর্ষকের রেশ।
ওগো বিলাসিনী!  জেগে উঠো, জেগে উঠো।