মীরজাফরদের ফাঁসি চাই
কবিঃ আনোয়ার হোসেন সোহাগ  
কবিতাটি কালশিটা যৌথ কাব্য সংকলনে প্রকাশিত      


১৫ ই আগস্টের সেই রক্তস্রোত
আমি আজও সন্ধ্যার  আকাশে দেখতে পাই
তাদের রক্ত আকাশে আজও গাঢ় লাল বর্ণ ধারন করে
সেদিনের সেই আর্তনাদ,
আমি আজও শুনতে পাই
শুনতে পাই রাসেল এসে বলছে আমি আমার মায়ের কাছে যাবো, বাবার কাছে যাবো।
  
আমি আজও দেখতে পাই
বাবার  সাদা পাঞ্জাবিতে রক্তের দাগ  ,
দেখতে পাই মীরজাফরদের প্রলয়নৃত্য।


আমি আজও
সেদিনের বুলেটের শব্দ শুনতে পাই
আমি আজও
সেদিনের মীরজাফরদের অট্টহাসি শুনতে পাই  
তাই আমি আজ কিছুই চাই না
শুধু  প্রত্যেক মীরজাফরের ফাঁসি কার্যকর  চাই।
ফাঁসি চাই ! ফাঁসি চাই!  ফাঁসি চাই!
যারা আমাদের করেছে পিতৃহারা