মাগো, আমাদের ক্ষমা করে দাও
কবিঃ আনোয়ার হোসেন সোহাগ
কবিতাটি স্বাধীনতার আত্মকথা কাব্য সংকলনে প্রকাশিত।        


মা,ওমা,তুমি আমাদের ক্ষমা করে  দিও!
আমরা রক্ষা করতে পারিনি তোমার সবচে আদরের সন্তানকে  
যে সন্তান তোমাকে রক্ষা করতে,
তোমার অধিকার ফিরিয়ে দিতে
মৃত্যুকে তুচ্ছ করে শুনিয়েছিল
দেশপ্রেমের মহান গান।
মাগো, আমাদের ক্ষমা করে দিও!
আমরা যে রক্ষা করতে পারিনি তোমার সবচে প্রিয় সন্তানকে
যে সন্তান তোমার মুখের ভাষা ফিরিয়ে দিতে,
রাজবন্দিদের মুক্ত করতে,
নিজেকে করেছিলো  নিবেদিত প্রান
সে যে তোমার শ্রেষ্ঠ সন্তান শেখ মুজিবুর রহমান।
মাগো, তুমি আমাদের ক্ষমা করে দিও
আমরা তোমার ছেলেকে রক্ষা করতে পারিনি!
তবে জেনে রেখো মা
আমাদের শত কোটি প্রজন্ম তোমার ছেলেকে
বাঁচিয়ে রাখবে তাদের হৃদয়ে
তোমার ছেলের নাম ভেসে উঠবে
তাদের আপন পতাকার গায়ে।
তোমার ছেলে বেঁচে থাকবে তাদের
ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যে।
বেঁচে থাকবে তোমার ছেলে শেখ মুজিবুর রহমান
যতদিন তাদের দেহে থাকবে প্রান।