আমরা কি এখন সভ্যতার প্রতিশ্রুতির কথা ভুলে গেছি?
আমরা কি যুদ্ধের বদলে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা ভুলে গেছি?
ভুলে গেছি কি শিশুর জন্য বাসযোগ্য পৃথিবী প্রতিষ্ঠার অঙ্গীকার?
সত্যি কি আমরা একেবারে ভুলে গেছি মানবতার আক্ষরিক অর্থ?
যদি সত্যিই ভুলে না যাই
তবে আজও কেন পারমাণবিক শক্তির আঘাতে মুহূর্তে বিলীন হয়ে যায় একেকটি শহর, একেকটি গ্রাম,লক্ষ কোটি স্বপ্ন?
তবে  কেন আজও বর্ণবাদের দোহাই দিয়ে হত্যা করা হয় একেকটি নবীন পথের যাত্রীকে?
কেন তবে আজ সীমান্তের টানাটানিতে ঝরে যায় অসংখ্য প্রাণ, অসংখ্য ধ্রুবতারা  ?
তবে আজও কেন রাজনীতির বলী হতে হয় নিরীহ, সহজ সরল মানুষগুলোকে?
আমি জানি তোমরা প্রত্যেকে বলবে -
আমি উম্মাদ তাই অহেতুক কথা বলছি।
কিন্তু না এ প্রশ্নগুলো আজ শুধু আমার নয় আমার সমাজের প্রতিটি নিরীহ মানুষের।
আগামী প্রজন্মের কাছে  এসব প্রশ্নের মুখোমুখি      
      না হতে আজই, এখনই প্রত্যেককে ছড়িয়ে দিতে হবে ভালোবাসা নামক শব্দটি  
ছড়িয়ে দিতে হবে নিরাপত্তার আগাম বার্তা,  
দিগ্বিদিক ছড়িয়ে দিতে হবে শুধুই শান্তি আর শান্তি